সিটি ব্যাংকের একাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার | Citytouch To bKash

এখন থেকে সিটি ব্যাংকের একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করুন।এই সেবা গ্রহণ করার জন্য সিটি ব্যাংক গ্রাহকদের সিটি টাচ একাউন্ট করতে পারবে।মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সিটি টাচ একাউন্ট তৈরি করা যাবে।

মোবাইল দিয়ে সিটি টাচ একাউন্ট তৈরি করার জন্য গুগল প্লে অথবা অ্যাপ ষ্টোর থেকে সিটি টাচ অ্যাপ ইনস্টল করতে হবে।সিটি টাচ একাউন্ট তৈরি করা না থাকলে সাইনা আপ নাউ এ ক্লিক করে সিটি ব্যাংক গ্রাহকেরা সিটি টাচ একাউন্ট তৈরি করতে পারবে।সিটি টাচ একাউন্টে লগ-ইন দেয়ার পর বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য ট্রান্সফারে ক্লিক করতে হবে।এরপর প্রথম কাজ হচ্ছে বেনিফিসারি যুক্ত করা।বেনিফিসারি যুক্ত করার জন্য এড বেনিফিসারি তে ক্লিক করে ট্রান্সফার টাইপ বিকাশ সিলেক্ট করে,যাবতীয় ইনফরমেশন দিয়ে বিকাশ বেনিফিসারি যুক্ত করা যাবে।এরপর ফান্ড ট্রান্সফার করার জন্য বিকাশ ট্রান্সফারে ক্লিক করতে হবে।এরপর বেনিফিসারিতে যুক্ত করা নিক নাম সিলেক্ট করতে হবে।নাম সিলেক্ট করার পরেই বিকাশ নাম্বার অটোমেটিক চলে আসবে।এরপর সিটি ব্যাংক একাউন্ট সিলেক্ট করতে হবে।এরপরেই ট্রান্সফার এমাউন্ট দিতে হবে।একই বিকাশ নাম্বারে গ্রাহকেরা  সর্বনিম্ন ৫০ টাকা এবং সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা বিকাশে একাউন্টে  ট্রান্সফার করতে পারবে।সিটি টাচ গ্রাহকেরা প্রতিমাসে সর্বোচ্চ দুই লাখ টাকা ট্রান্সফার করতে পারবে।প্রতিদিন সর্বোচ্চ ৫টি ট্রানজেকশন এবং প্রতিমাসে সর্বোচ্চ ২৫টি ট্রানজেকশন করা যাবে।সিটিটাচ হতে বিকাশ একাউন্টে প্রতিদিনের ট্রানজেকশন লিমিট ষাট হাজার।এমাউন্ট দেয়ার পর  রিমার্কসে কিছু লিখতে হবে।লেখার পর ওটিপি চ্যানেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে।এরপর নিজের মোবাইল নম্বরে অথবা ইমেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে।ওয়ান টাইম পাসওয়ার্ড দেয়ার নেক্সটে ক্লিক করলে বিকাশ একাউন্টে ফান্ড ট্রান্সফার হয়ে যাবে।সিটি ব্যাংকের সিটিটাচ অ্যাপ থেকে বর্তমানে ফান্ড ট্রান্সফার করা সম্পূর্ণ ফ্রি।সিটিটাচ অ্যাপ ডিজিটাল ব্যাংকিং সেবায় অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে।সিটিটাচ একাউন্ট যে কোন সময় ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

সিটিটাচ একাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করতে প্রবলেম হলে সিটিটাচ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।



বিস্তারিত তথ্যের জন্যঃhttps://www.thecitybank.com/citytouch                             

Post a Comment

Previous Post Next Post

Contact Form