নগদ অ্যাপ ওপেন করে রেজিষ্ট্রেশন করুন এখানে ক্লিক
করতে হবে।
এরপরে মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে।এরপরে মোবাইল অপারেটর সিলেক্ট করে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে।
এরপরে ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে হবে।ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ মোবাইল ক্যামেরা দিয়ে স্ক্যান করে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে।এরপরে আপনাকে সেলফি তুলে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে।এরপর আপনি নগদের শর্তাবলী দেখতে পারবেন।এই শর্তাবলী ভালভাবে পড়ে নিবেন এবং শর্তাবলী গ্রহণ করে আপনার সাক্ষর দিবেন।সাক্ষর দেয়ার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন।পরবর্তী ধাপে ক্লিক করার পর সব কিছু আপলোডের অবস্থা দেখতে পারবেন।সবকিছু চেক করার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন।পরবর্তী ধাপে ক্লিক করার পর সিভিরমতো ডকুমেন্ট দেখতে পারবেন।সকল তথ্য চেক করার পর আবারও পরবর্তী ধাপে ক্লিক করবেন।এরপরে জেন্ডার,একাউন্টের ধরন,পেশা এবং মুনাফা গ্রহণ করবেন কিনা সবকিছু সিলেক্ট করার পর পরবর্তী ধাপে ক্লিক করবেন।এরপরে আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে আপলোড করবেন অথবা স্কিপ করে যাবেন।এরপর যেই নাম্বারটি একাউন্ট তৈরি করার জন্য দিয়েছিলেন এই নাম্বারে ভেরিফিকেশন কোর্ড আসবে ভেরিফিকেশন কোর্ড দিয়ে ভেরিফাই ধাপে ক্লিক করবেন।এরপরে আপনাকে নগদ একাউন্টের পিন তৈরি করতে হবে।পিন তৈরি করার পর কন্টিনিউতে ক্লিক করবেন এরপরেই আপনার নগদ একাউন্ট তৈরি হয়ে যাবে।
নগদ একাউন্ট ভেরিফাই হতে সর্বোচ্চ ২-৩ কর্মদিবস সময় লাগবে।নগদ একাউন্টে বর্তমানে দুইটি অফার চলতেছে ২৫০০ টাকা ক্যাশ-ইন করলেই লাখোপতি অফার এবং ১০০০ টাকা ক্যাশ-ইন করলেই ৫ টাকা ক্যাশ ব্যাক। নগদ হচ্ছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা।আর্থিক লেনদেনের সহজ-সরল এবং নিরাপদ মাধ্যম।নগদে ক্যাশ-ইন,ক্যাশ-আউট,মোবাইল রিচার্জ,সেন্ড মানি,এড মানি,বিল পেমেন্ট,মার্চেন্ট পেমেন্ট,নগদ ডিপিএস এবং ডোনেশন সুবিধা নিতে পারবেন।নিকটস্থ নগদ পয়েন্ট থেকে নগদের যারা উদ্যোগক্তাদের মাধ্যমে ক্যাশ-ইন,ক্যাশ-আউট এবং বিল পরিশোধ করতে পারবে নগদের গ্রাহক।ভিসা কার্ড,মাস্টার কার্ড এবং ব্যাংক থেকে নগদ একাউন্টে টাকা যুক্ত করতে পারবে নগদের গ্রাহক।
বিস্তারিত তথ্যের জন্যঃhttps://nagad.com.bd/