এখন থেকে বাংলাদেশে ইস্যকৃত ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে বিকাশ অ্যাপে।লাইনে দাঁড়িয়ে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে হবে না।খুব সহজেই বিকাশ অ্যাপ দিয়ে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে।বিকাশ অ্যাপ দিয়ে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সময় সহযোগিতা করবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার জন্য প্লে ষ্টোর বা অ্যাপ ষ্টোর থেকে বিকাশ অ্যাপ ইনস্টল করতে হবে।ইনস্টল করার পর বিকাশ অ্যাপ ওপেন করে লগইন করতে হবে।এরপর পে-বিল আইকন থেকে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যাবে।বিল পরিশোধ করার সময় সম্পুর্ন টাকার উপর বিকাশ থেকে ১% চার্জ করবে।ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের কোন লিমিট নেই এবং এক বিকাশ একাউন্ট থেকে একাধিক ভিসা কার্ডের বিল পরিশোধ করা যাবে।বিল পরিশোধ করার পর সাথে সাথেই বিকাশ একাউন্ট থেকে টাকা কর্তন হবে।বিকাশ দিয়ে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সময় কার্ড নম্বর ভুল হলে নির্ধারিত ব্যাংকের সাথে যোগাযোগ করতে হিবে।বিল পরিশোধ করার পর বিল পরিশোধ হতে সর্বোচ্চ তিন কর্মদিবস সময় লাগবে।যে লেনদেন গুলো সফল হবে না,এইসকল লেনদেন সমস্যা ২৪ ঘন্টার মধ্যে সমাধান হবে।বিকাশের এই সেবার মাধ্যমে গ্রাহকগণ ঝামেলাবিহীন ভাবে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবে।এই সেবা শুধুমাত্র বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ক্রেডিট কার্ডের গ্রাহকগণ নিতে পারবে।২০১১ সাল থেকে বিকাশ পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে।
বিস্তারিত তথ্যের জন্যঃwww.bkash.com
Good
ReplyDelete