এখন ফেসবুক মেসেঞ্জার দিয়ে রিচার্জ করা যাবে রবি সিমে।এখানে ভার্চুয়াল এসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে অর্ক।মেসেঞ্জার দিয়ে রবি সিম রিচার্জ সুবিধা ২৪ ঘন্টা পাওয়া যাবে।এই সেবার মাধ্যমে রবি গ্রাহক খুভ সহজেই রিচার্জ করতে পারবে।এই সুবিধা নেয়ার জন্য প্রথমে ফেসবুক মেসেঞ্জার ওপেন করতে হবে।এর পর রবি লিখে অনুসন্ধান করতে হবে।এরপর রবি বিজনেস ওপেন করে ম্যানেজ একাউন্টে ক্লিক করতে হবে।এর পর রিচার্জে ক্লিক করতে হবে।রিচার্জে ক্লিক করার পর অর্ককে রবি নম্বর দিতে হবে।এরপর এই রবি নম্বরে কত টাকা রিচার্জ করতে চান এই এমাউন্ট দিতে হবে।এমাউন্ট দেয়ার পর রবি থেকে রিপ্লে আসবে।আপনি কি এই নম্বরে রিচার্জ করতে চাচ্ছেন,আপনি যদি কনফার্ম হন তাহলে কনফার্ম এ ক্লিক করবেন।এরপর রিচার্জ করার জন্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম ওপেন হবে।ডিজিটাল পেমেন্ট সিস্টেমে টাকা পরিশোধ করলেই রিচার্জ সাকসেসফুল হবে।এভাবেই রবি গ্রাহক খুভ সহজেই রিচার্জ করতে পারবে।ফেসবুক মেসেঞ্জার এর সাহায্যে রবি গ্রাহক ব্যালেন্সও চেক করতে পারবে।এছাড়া পছন্দমতো ট্রাফিক প্লান চেক করতে পারবে।রবি গ্রাহক অর্কের সাহায্যে ডাটা প্যাক ক্রয় করতে পারবে।এই অর্কের সাহায্যে রবি গ্রাহক পছন্দমতো মাই অফার দেখতে পারবে।মাই অফার চেক করার জন্য ম্যানেজ একাউন্টে ক্লিক করে মাই অফারে ক্লিক করতে হবে।রবি গ্রাহক এই সুবিধা ফ্রিতে নিতে পারবে।এই সুবিধার মাধ্যমে রবি গ্রাহক দ্রুত মোবাইল রিচার্জ এবং ঘরে বসে রিচার্জ করতে পারবে।