*২৪৭# ডায়েল করে ক্যাশ আউট এবং সেন্ড মানি করলে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে।বিকাশ অ্যাপ একাউন্ট খুলা সম্পুর্ণ ফ্রি।বিকাশ একাউন্ট তৈরি করা না থাকলে প্রথমে বিকাশ অ্যাপ ইনস্টল করে ওপেন করবেন।ওপেন করার পর লগইন/রেজিষ্ট্রেশন(Login/Registration) এখানে ক্লিক করবেন।এরপরে নিউ একাউন্ট রেজিষ্ট্রেশনে(New account registration) ক্লিক করবেন।এরপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে নেক্সট আইকনে ক্লিক করবেন।এরপরে মোবাইল অপারেটর সিলেক্ট করে নিবেন।এরপর আপনার মোবাইল ভেরিফকেশন কোড আসবে এই কোড বিকাশ অ্যাপ অটোমেটিক ডিটেক্ট করে নিবে।এরপর ভাষা সিলেক্ট করে বিকাশের শর্তাবলি এক্সেপ্ট করবেন।এরপরে ন্যাশনাল আইডি কার্ড এর সামনের এবং পিছনের অংশের ছবি তুলবেন।এরপর ন্যাশনাল আইডি কার্ড অটোমেটিক ডিটেক্ট করে নিবে।ন্যাশনাল আইডি কার্ডের সকল ইনফরমেশন যাচাই করে নেক্সট আইকনে ক্লিক করবেন।এরপরে আপনার জেন্ডার,সোর্স অফ ফান্ড,মাসিক ইনকাম এবং পেশা সিলেক্ট করে নেক্সট আইকনে ক্লিক করবেন।এরপরে সেলফি তুলতে হবে।সেলফি তুলার পরেই আপ্লিকেশন সাবমিট কনফার্ম হবে।এরপর ৭২ ঘন্টার মধ্যে *২৪৭# ডায়েল করে পিন তৈরি করতে হবে।এভাবেই বিকাশ একাউন্ট তৈরি করতে পারবেন।
বিকাশ একাউন্ট মানেই লেনদেন হাতের মুঠোই।বিকাশ একাউন্ট বিকাশ অ্যাপ দিয়ে ব্যাবহার করা যবে।বিকাশ একাউন্টে বর্তমানে ৫০টির বেশি ব্যাংক থকে বর্তমানে টাকা নিয়ে আসা যাবে।বিকাশ হেল্পলাইন নাম্বার ১৬২৪৭ এবং ০২৫৫৬৬৩০০১।বিকাশে ক্যাশ-ইন করা যাবে নিকটস্থ এজেন্ট পয়েন্ট এবং বিকাশ পয়েন্ট থেকে।বিকাশ সবসমইয় নতুন নতুন অফার নিয়ে আসে অফার গুলো নেয়ার জন্য বিকাশ অ্যাপ ব্যাবহার করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্যঃhttp://www.bkash.com
বিস্তারিত তথ্যের জন্যঃhttp://www.bkash.com