আইপে একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে ফান্ড ট্রান্সফার করুন | iPay Fund Transfer



আইপে হলো ডিজিটাল ব্যাংকিং সেবা।আইপে একাউন্টে থেকে ব্যাংক একাউন্টে টাকা
ট্রান্সফার করা যাবে।আইপে একাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের বিল পরিশোধ এছাড়া মোবাইল রিচার্জ করা যায়।বাংলাদেশ অনুমোদিত সকল ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পরিশোধ করা যায়।ব্যাংকের একাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আইপে একাউন্টে লগ-ইন করে উইথড্র মানিতে ক্লিক করতে হবে।এরপরেই ভেরিফাই ব্যাংক একাউন্ট সিলেক্ট করতে হবে।এরপরে এমাউন্ট দিয়ে কন্টিনিউ এ ক্লিক করতে হবে।এরপরে আইপে একাউন্টের চার সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। এরপরে এই এমাউন্ট ব্যাংক একাউন্টে ট্রান্সফার হবে।ব্যাংক একাউন্ট থেকে এই টাকা এক্সেপ্ট করতে সর্বোচ্চ তিন থেকে পাচ কর্ম দিবস সময় নিয়ে।এরপরেই আইপে একাউন্টের টাকা ব্যাংক একাউন্টে আসবে।   

আইপে একাউন্ট তৈরি করা না থাকলে আইপে অ্যাপ ইন্সটল করে ওপেন করবেন।এরপর ভাষা সিলেক্ট করে ক্রিয়েট আইপে একাউন্টে ক্লিক করবেন।এরপরে পার্সোনাল একাউন্টে ক্লিক করবেন।এরপরে  আপনার নাম,নম্বর,পাসওয়ার্ড এবং জন্মতারিখ দিয়ে নেক্সট আইকনে ক্লিক করবেন।এরপরে আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোর্ড আসবে ভেরিফিকেশন কোর্ড দিয়ে নেক্সট আইকনে ক্লিক করবেন।এরপরে ছবি তুলে নেক্সট আইকনে ক্লিক করবেন।এরপর ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন।এরপরে ন্যাশনাল আইডি কার্ড এর প্রথমের অংশ  এবং শেষের অংশ আপলোড করবেন।এরপরে প্রাথমিক ভাবে একাউন্ট তৈরি হয়ে যাবে।এরপর প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর একাউন্ট ভেরিফাই করার জন্য সকল তথ্যসমুহ সাবমিট করবেন।আইপে একাউন্ট দ্রুত ভেরিফাই করার জন্য ব্যাংক একাউন্ট সংযুক্ত করবেন।  

বিস্তারিত তথ্যের জন্যঃhttps://www.ipay.com.bd/
                

Post a Comment

Previous Post Next Post

Contact Form