ফেসবুক অ্যাপের সাহায্যে পাচ বছর আগের ডিলিট হওয়া মোবাইল নম্বর উদ্ধার করুন | Mobile Number Recovery



ফেসবুক দিয়ে উদ্ধার করুন ডিলিট হওয়া মোবাইল নাম্বার।অনেকের প্রয়োজনীয় মোবাইল নাম্বার ডিলেট হয়ে যায় কিন্তু উদ্ধার করা সম্ভব হয় না।মোবাইল দিয়ে ফেসবুক অ্যাপ ব্যবহার করলে ডিলেট হওয়া মোবাইল নাম্বার উদ্ধার  করা সম্ভব।নাম্বার উদ্ধার করার জন্য প্রথমে ফেসবুক একাউন্টে লগ-ইন করতে হবে।এরপর ফেসবুক একাউন্ট সেটিংসে যেতে হবে।এরপরে
অ্যাকসেস ইওর  ইনফরমেশন(access your information) এ ক্লিক করবেন।এরপরে ডাউনলোড  ইওর ইনফরমেশন(download your informatio)
ক্লিক করতে হবে।এরপরে অ্যাবাউট ইউ(about you) ফাইল সিলেক্ট করে ক্রিয়েট ফাইলে(create file) ক্লিক করতে।এরপর ফাইল ডাউনলোড হওয়ার জন্য পেন্ডিং(pending) এ থাকবে,ফাইল তৈরি হলে ফেসবুকে নোটিফিকেশন আসবে।এরপর নোটিফিকেশনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করতে হবে।এই ফাইলটি জিপ ফাইল আকারে থাকবে।এরপর ফাইলটি ওপেন করার জন্য ফাইলে ক্লিক করে এক্সট্রাক্ট(Extract) করতে হবে।এরপর
এক্সট্রাক্ট(Extract) করা ফাইলটি ওপেন করে অ্যাবাউট ইউ(about you) ফাইলে ক্লিক করতে হবে।অ্যাবাউট ইউ(about you) ফাইলে ক্লিক করার পর ইওর এড্রেস বুক(your address book.html) ফাইল ওপেন করতে হবে।এই ফাইলটি ওপেন করার পরেই ডিলেট হওয়া সকল নাম্বার দেখা যাবে।সাধারণত মোবাইল দিয়ে ফেসবুক ব্যাবহার করলে সকল কন্টাক্ট নাম্বার ফেসবুকের ডাটাবেইজ এ সেভ হয়ে যায়।ফেসবুক অ্যাপের এই সেবায় খুভ সহজেই ডিলিট হওয়া মোবাইল নাম্বার উদ্ধার করা যাবে।বিস্তারিত তথ্যের জন্য নিচের ভিডিওটি দেখতে পারেনঃ- 

   

Post a Comment

Previous Post Next Post

Contact Form